কান্ত ফকির হাট টি একজন আল্লাহর বন্ধু নামে। এই হাট টি অতীব পুরানো এক সময় এই হাটে দূর দুরান্ত হতে অনেক লোকের সমাগম হয়। এই হাটে রয়েছে প্রায় ১৫০ থেকে ২০০টি দোকান এবং রয়েছে সনামধন্য সোনালী ব্যাংক যে খানে প্রতিদিন অনেক রেবিডেন্স জমা হয়। মানুষ বিশ্বাসের সাথে টাকা প্রবাস হতে পাঠায়। মানুষকে সঞ্চয় মুখি করার জন্য ইউনিয়ন পরিষদে রয়েছে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এই ব্যাংকে হিসাব খুলার জন্য কোনো টাকার প্রয়োজন হয় না। ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এখন কালারপোল বাদাম তলে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস