ছোটবেলায় শুনতাম কুকুরের কামড়ে নাকি ১৪ টা পাওয়ারি ইনজেকশন দিতে হয়। কুকুরের উপদ্রব আজকাল প্রত্যকটি এলাকায় মাত্রাতিরিক্ত। তাই যাতে কুকুরের কামড়ে কারো ইঞ্জেকশন না দিতে হয় সেজন্য মিউন্সিপালিটি এলাকায় প্রত্যক কুকুরকে ভ্যাকসিন দিচ্ছেন। সেই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ০৪ নং কোলাগাঁও ইউনিয়নে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের জলাতঙ্ক রোগের ভ্যাকসিন কার্যক্রম। যে সকল কুকুরকে ভ্যাকসিন দেয়া হবে তার গায়ে লাল রঙ লাগিয়ে দিবে।
বি দ্রঃ যদি আপনার এলাকায় কুকুরের উপদ্রব হয় আর কুকুরকে ভ্যাকসিন না দেয়া হয় তাহলে মিউন্সিপালিটির অফিসে কল করুন।
031-616501
ধন্যবাদ
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS